বৃহস্পতিবার রাত ৩:১৬, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ. ৬ই ডিসেম্বর, ২০২৩ ইং

শিশু এবং বৃদ্ধরা হলেন সবচেয়ে দামী আসবাব! গৃহের সৌন্দর্য বাড়াতে এদের যত্ন নিন।

৬৪১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

 

বৃদ্ধ বয়সে মা-বাবাকে ঠেলাঠেলির মধ্যে না ফেলে যার যা দায়িত্ব আছে, তা-ই পালন করতে হবে।  কে কী করল, না করল সেটার জন্য মুখাপেক্ষী হবেন না।আমরা যখন শিশুছিলাম, তখন নিশ্চয় তাঁরা আমাদের এমন অনিশ্চয়তার ভবিষ্যতের মধ্যে ফেলেননি। বৃদ্ধ বয়সে একটু স্বস্তি, নিশ্চয়তা তো তাঁরা পেতেই পারেন সন্তানও পরিবারের কাছ থেকে।

আমাদের দেশে  বৃদ্ধদের জন্য সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে কিছু বৃদ্ধনিবাস গড়ে উঠলেও সেখানে সেবা দেওয়ার সুযোগ সীমিত। এখনো পরিবারই আমাদের প্রবীণ ব্যক্তিদের শেষ ভরসা। অথচ সামাজিক মূল্যবোধও আজকাল অনেকটাই দুর্বল হয়ে পড়ায় সেখানেও দেখা যায়, বৃদ্ধরা অবহেলিত। অথচ প্রবীণের অভিজ্ঞতা, জ্ঞান হতে পারে আমাদের চলার পথের শক্তি। আমরা যেন ভুলে না যাই আমাদের শেকড়কে ।

Some text

ক্যাটাগরি: চিন্তা

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি