সোমবার ভোর ৫:০৫, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

ফেসবুক-টিম আপনার নগ্ন ছবি চায়

জাকির মাহদিন

বিজ্ঞান ও প্রযুক্তি অবশেষে মানব-সভ্যতাকে কোথায় নিয়ে ঠেকাচ্ছে? ফেসবুকের একটি বিশেষ টিম আপনার খোলামেলা ও ‘নগ্ন’ ছবি চায়। কিন্তু কেন? কারণ, যদি আপনি মনে করেন আপনার কোনো গোপনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রকাশ করে দিতে পারে, তবে আপনি আগেভাগেই সেই টিমকে আপনার যতসব খোলামেলা ও গোপনীয় ছবি তাদের দিয়ে দিন। অতঃপর তারা তা ঠেকাবে ‘বিশেষ প্রযুক্তি’ ব্যবহার করে।

কিন্তু শতভাগ নিশ্চয়তা তারা দিতে পারছে না। কারণ আপনার নগ্ন ছবি দিয়ে যে ডিজিটাল কোড বানানো হবে, তা ভুলও করতে পারে। অবশ্য তারা আপাতত এ কার্যক্রমটি শুধু ব্রিটিশদের জন্য সীমাবদ্ধ রাখছে। কেননা ‘ব্রিটিশ’ তো ব্রিটিশই, সভ্যতার চূড়ান্ত শিখরে তারা পৌঁছে গিয়েছে। তাই এখন তাদের নগ্নতা-অশ্লীলতা বেড়ে গিয়েছে। সে থেকে ব্ল্যাকমেইল, ঝুঁকি, অবিশ্বাস, হতাশা ইত্যাদি চরমভাবে বেড়ে গিয়েছে। তাই তাদের জন্য ‘বিশ্ব-কর্তৃপক্ষ’ একের পর এক পরিকল্পনা হাজির করছে, নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ করছে।

ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ ব্রিটিশ ব্যবহারকারীদের কাছে তাদের ব্যক্তিগত গোপনীয় ছবি পাঠানোর আহ্বান জানিয়েছে।

নিউজটির মূল সূত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেয়া

ক্যাটাগরি: অপরাধ-দুর্নীতি,  বিজ্ঞান-প্রযুক্তি,  বিশেষ প্রতিবেদন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply