বুধবার সকাল ১০:২৬, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই নভেম্বর, ২০২৪ ইং

এরশাদ এখন ইসলামের ইমাম

দেশ দর্শন প্রতিবেদক

কোনো গতি না পেয়ে এরশাদ বারবার দেশের নতুন নতুন গড়ে উঠা ও আওয়াজ তোলা ইসলামি দলগুলোর দ্বারস্থ হন। হাজারো সমালোচনা ও জোট-মহাজোট ভেঙ্গে যাওয়া সত্ত্বেও তিনি এ স্বভাব ছাড়তে পারছেন না। সম্প্রতি ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ নামে একটি ইসলামি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী জোট গঠন করেন। এ প্রসঙ্গে ‘ইসলামি মহাজোট’ নামে আরেক ইসলামী দলের কথিত চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক বলেন, ‘ইমামতির জন্য কিছু যোগ্যতার প্রয়োজন, সেটা এরশাদের আছে। আমরা তাঁকে আমাদের নেতৃত্ব বা ইমামতির দায়িত্ব দিয়েছি। কারণ, কোনো মহিলাকে ইমামতির দায়িত্ব দেওয়া যায় না।’ সূত্র : প্রথম আলো অনলাইন।

ক্যাটাগরি: প্রধান খবর

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply