রবিবার দুপুর ২:৩৩, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই মে, ২০২৪ ইং

করোনা হটস্পট ব্রাহ্মণবাড়িয়া: সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা জেলায় এক দিনের হিসাবে শনাক্তের সংখ্যায় রেকর্ড। একই সময়ে জেলায় করোনায় সংক্রমিত ছয়জনের মৃত্যু হয়েছে। এটাই জেলায় এখন পর্যন্ত এক দিনে করোনায় সর্বোচ্চসংখ্যক মৃত্যুর রেকর্ড। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৩৪ শতাংশ। নতুন শনাক্ত ৪১৩ জনের মধ্যে সদরের ১৫৪, নবীনগরের ১১০, কসবার ৭৯, বাঞ্ছারামপুরের ৩১, নাসিরনগরের ১১২, বিজয়নগরের ৮, আশুগঞ্জের ৭, আখাউড়ার ৭ ও সরাইলের ৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৫১৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯২১ জন। গত ২৪ ঘণ্টার ৬ জন নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১৬ করোনা রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৩ হাজার ৪১৩ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা রোগীর রেকর্ড ছিল গত ২৭ জুলাইয়ে। ওই দিন জেলায় ৯১৫ জনের নমুনা পরীক্ষায় ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১ আগস্টে। ওই দিন জেলায় করোনায় সংক্রমিত পাঁচজনের মৃত্যু হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত বছরের শেষ ৯ মাসে ২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ১ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়। অথচ গত জুলাই মাসেই জেলায় ৩ হাজার ৪৩৯ করোনা রোগী পাওয়া গেছে। আর চলতি মাসের প্রথম ৩ দিনে ৮৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে জেলায় গত বছরের শেষ ৯ মাসে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৩২ দশমিক ১০ শতাংশ। পরের ছয় মাসে এটা কমে আসে ১৭ দশমিক ৩৭ শতাংশে। কিন্তু গত জুলাই মাসে শনাক্তের হার বেড়ে ৪০ দশমিক ৩৭ শতাংশে দাঁড়ায়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জেলায় জুলাই মাসের করোনার সংক্রমণ অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এখন উপজেলাগুলোতেও করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। মানুষকে আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সূত্র: প্রথম আলো

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply