শুক্রবার রাত ৩:২১, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই মে, ২০২৪ ইং

লকডাউনেও মৃত্যুর নতুন রেকর্ড, এক দিনেই ১৪৩

ডিডি ডেস্ক

ছবিটি আগের

বাংলাদেশে এবার লকডাউনের সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে মৃত্যুর হার। ক্রমাগত উপরের দিকেই যাচ্ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় অনেকেই আশঙ্কা করছেন, লকডাউনও হয়তো থামাতে পারবে না এ মৃত্যুহার। অন্যদিকে লকডাউনও সঠিক সময়ে সঠিকভাবে কার্যকর হচ্ছে না।

করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে আজ। এর আগে গত ২৭ জুন দেশে ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত  হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০  শতাংশ।

এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮৮২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

ক্যাটাগরি: প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply