মঙ্গলবার সকাল ৮:২৮, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

যখন নিশি গন্ধা ফুটে

আজিজা সোপান

যখন নিশি গন্ধা ফুটে

আজিজা সোপান

গুমরে উঠা কুহুতানে
ছোট ছোট দীর্ঘশ্বাসে
নিশি গন্ধা ফুটে যখন
তোমায় আমি খুঁজে ফিরি।
মধ্যরাতে মেঘগুলি সব
বিভ্রমে ঘুরে ফিরে
পূর্ণিমার চাঁদে জল থই থই
ছিপ ছিপ ভেজা মনের
চোরাগলির একোনে ওকোনে
তোমায় আমি খুঁজিফিরি।
প্রান যমুনার ঢেউয়ে ঢেউয়ে
ওপার থেকে ওপারেতে
কোথাও তোমায় পায় না খুঁজে
না হয় দিলে সন্ধ্যা বাতি
তবুও আলো জ্বলতে চাই
কপাট দুটো খুলা থাকে
দক্ষিনা সমীরনে
ফিরে যদি আস তুমি
না একটু বসে যেও
অভিমানকে দূরে রেখে।

ক্যাটাগরি: সাহিত্য

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply