শনিবার রাত ২:৫৮, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মসজিদে সীমিতসংখ্যক মুসল্লির অনুমতি প্রসঙ্গে (ভিডিওসহ)

দেশ দর্শন ডেস্ক

কোন্ শর্তে এবং কীভাবে এই করোনাকালীন সঙ্কটেও মসজিদে ২০, ৩০ বা ৫০ জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করা যাবে- এ সম্পর্কে একটি ক্ষুদ্র মডেলসহ জাকির মাহদিন এর ভিডিও বক্তব্য।

মস‌জিদ‌কে য‌দি শুধুই পাঁচওয়াক্ত নামা‌জের জন্য ব্যবহার না ক‌রে বরং এ‌কে শিক্ষা, স‌চেতনতা ও সামা‌জিক কর্মকা‌ণ্ডের কেন্দ্র‌বিন্দু হি‌সে‌বে ব্যবহার করা হ‌তো, ত‌বে মস‌জি‌দে এভা‌বে মুস‌ল্লি সী‌মিত করা হ‌তো না। অবশ্য এখ‌নো সী‌মিত কর‌তে পার‌বে না, য‌দি আমরা সেভা‌বে ব্যবহার কর‌তে পা‌রি।

মাত্র বা‌রো জ‌নের নামা‌জের অনুম‌তি বাস্তবসম্মত নয়। বরং নিরাপদ দূরত্ব বজায় রে‌খে ও স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে মস‌জি‌দের ভেত‌রে জায়গা অনুযায়ী ৩০ থে‌কে স‌র্বোচ্চ ৫০ জন হ‌তে পা‌রে।

সুন্দর আলোচনার আরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আর এর জন্য মস‌জিদগু‌লো সরকা‌রি কিছু বি‌শেষ ব্যবস্থা এবং অনলাই‌নে ইমাম‌দের প্র‌য়োজনীয় প্র‌শিক্ষণ ও দিক‌নি‌র্দেশনা দেয়া যে‌তে পা‌রে। আর এটাই হ‌বে একটা বাস্তবসম্মত পদ‌ক্ষেপ।

এ সম্পর্কে আরো খবর

ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান,  প্রধান খবর,  বিশেষ প্রতিবেদন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply