শনিবার রাত ১১:৩৮, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই মে, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় তালশহ‌রের ম‌নির মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের নেতা-কর্মী ও সমর্থক চালানো তান্ডবে ব্যাপক ভাংচুর ও সহিংসতা ঘটনার অভিযোগে মো. মনির হোসেন (মেম্বার) কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ। তিনি তালশহর ইউনিয়ন হেফাজত ইসলামের সভাপতি ছিলেন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে সোমবার রাতে গ্রেফতারকৃত হেফাজত নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সূদুরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্রশিক্ষককে নিয়ে নন্দনপুর, বিশ্বরোড এলাকায় ব্যাপক তান্ডবলীলা চালায়।
এ সময় সে এবং তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তান্ডব চালায়।

উল্লেখ,গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্হানে হামলার ঘটনায় জেলায় মোট ৫৫ টি মামলা হয়। এতে ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply