শনিবার রাত ১১:৩৮, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই মে, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় দুই নারীর মৃত্যু

আদিত্ব্য কামাল

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। যার মধ্যে সদর উপজেলার ৫০ বছর বয়সী এক নারী ও নবীনগর উপজেলার ৬৫ বছর বয়সী এক নারী। এনিয়ে জেলায় ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন ৮৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ-নিয়ে সংক্রমণের হার ৩৭.৯০% ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৬ হাজার ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় ৪ হাজার ১৩৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

বৃহস্পতিবার (২২জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২১৯টি রিপোর্টে নতুন আরও ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, কসবা উপজেলায় ১০ জন, সরাইল উপজেলায় ১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন ও নবীনগর উপজেলায় ০৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪৪ হাজার ৪৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৩ হাজার ৯৪৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৬ হাজার ৫৩ জন আক্রান্ত হয়েছে৷

আদিত্ব্য কামাল : নিজস্ব প্রতিবেদক

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply