শুক্রবার দুপুর ১:৫১, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই মে, ২০২৪ ইং

বিশ কেজি চালে কোরবানি

মুরাদ খান

বিশ কেজি চাউলে কোরবানি, সাক্ষী একমাত্র চোখের জল! বুঝতে পারেননি, তাহলে শুনুন… প্রত্যেক ঈদের আগে সরকার গরিব-দুঃখীদের জন্য দশ-বিশ কেজি করে চাউল বরাদ্দ দেয়। বিতরণ করেন স্থানীয় সরকার মানে ইউপির চেয়ারম্যানমেম্বারগণ। আজও তাই হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে ঝামেলা হয়েছে। যারা পাওয়ার কথা তারা পাননি। কিন্তু যারা পাওয়ার কথা না, তারা কেউ ৬০ কেজি, কেউ ১০০ কেজি করে পেয়েছেন।

আমার গ্রামের কিছু বিধবা ও অক্ষম মহিলা আছেন, যারা কেউ চাউল পাননি। তারা চোখের জল মুছে বিশ কেজি চাউল কুরবানি দিয়ে দিল। সেসব নরপশুদের কাছে, যারা এখনো তাগড়া জোয়ান ও অনেক সম্পদের মালিক। কিছু নরপশু আছে, যারা শক্তিশালী আর জোয়ান। সাথে টাকা-পয়সাও আছে। তাদের কেউ ৬০ আবার কেউ ১০০ কেজি করে নিয়েছে…

এদের কে দিয়েছে এই চাউল? অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু পারছি না। হাত অক্ষম, কারণ তাদের জন্য কিছুই করতে পারি না। মানুষ নামের এসব পশুদের জন্য সারাবছর এভাবেই চোখের জলে কুরবানি দেয় বিধবা অসহায় আর অক্ষম মানুষ গুলো…

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply