রবিবার রাত ৯:৫৬, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই মে, ২০২৪ ইং

দেশ দর্শনে “সম্পাদকের লাইভ” নামে সাপ্তাহিক আলোচনা

আবির হোসাইন জসিম

“গত সপ্তাহে ‘সম্পাদকের লাইভে’ আলোচনার শিরোনাম ছিল, ‘সাম্প্রতিক সাংবাদিকতা’। প্রতি বৃহস্পতিবার রাত ৯টার পর দেশ দর্শন এর অফিসিয়াল ফেসবুক পেইজে এ শিরোনামে একটি নিয়মিত আলোচনার সিদ্ধান্ত হয়।”

প্রতি বৃহস্পতিবার রাত ৯টার পর দেশ দর্শন এর অফিসিয়াল ফেসবুক পেইজে ‘সম্পাদকের লাইভ’ শিরোনামে একটি নিয়মিত আলোচনার সিদ্ধান্ত হয়। এটি দেশ দর্শনের ফেসবুক পেইজ থেকে লাইভ দেখানো হবে, যা দেশ দর্শন সম্পাদক জাকির মাহদিন সরাসরি যুক্ত থাকবেন। তিনি জানান, বিশেষ কারণে দিন ও সময়টা কখনো কখনো সামান্য এদিক সেদিক হতে পারে। তবে আলোচনাটি প্রতি সপ্তাহে নিয়মিত করার চেষ্টা করা হবে।

গত সপ্তাহে “সম্পাদকের লাইভে” আলোচনার শিরোনাম ছিল, “সাম্প্রতিক সাংবাদিকতা”। এটি দেখতে উপরের ভিডিওতে ক্লিক করুন।

সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন বলেন, দেশ বিদেশের সাম্প্রতিক অস্থিরতা, ঘটনাপ্রবাহ এবং চিন্তা-দর্শন ও জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে একটি দায়িত্বশীল পত্রিকা অবশ্যই সামনের সারি থেকে তাদের মতামত ও বিশ্লেষণ জাতির সামনে পেশ করা সময়ের দাবি। কারণ পত্রিকার অসংখ্য পাঠক এর সম্পাদক ও কলাকুশলীদের মতামত এবং বিশ্লেষণ জানতে আগ্রহী। বার্তাকক্ষে প্রচুর ফোনও আসে। আর এসব দিক বিবেচনা করেই প্রতি সপ্তাহে তিনি পাঠকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।

 

ক্যাটাগরি: প্রধান খবর,  ভিডিও নিউজ,  শিক্ষা-গণমাধ্যম,  শীর্ষ তিন,  সম্পাদকের বাছাই

ট্যাগ: জাকির মাহদিন,  সম্পাদকের লাইভ

[sharethis-inline-buttons]

Leave a Reply