মঙ্গলবার সকাল ৬:০৫, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

ঘুমের দেশে

ফরহাদ হাসান

আমি হাই তুলতে তুলতে গালে হাত দিয়ে বললাম, আজ খুব টায়ার্ড লাগছে। এরপর, লম্বা একটা সময় কোথায় ছিলাম, জানি না।

সারাদিনের ক্লান্তি গায়ে জড়িয়ে, অনিচ্ছা সত্ত্বেও টিউশনে গেলাম। স্টুডেন্ট বইপত্র নিয়ে বসলো। আমি হাই তুলতে তুলতে গালে হাত দিয়ে বললাম, আজ খুব টায়ার্ড লাগছে। এরপর, লম্বা একটা সময় কোথায় ছিলাম, জানি না।

আজানের শব্দে আমার ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি, একটা বদ্ধরুমে টেবিলের ওপর পড়ে আছি। ড্রিম লাইটের মিটিমিটি আলো জ্বলছে। জায়গাটা কেমন অচেনা লাগছে। কিছুক্ষণ ভেবেচিন্তে এইটুকু নিশ্চিত হলাম, এটা আমার বাসার চিত্র নয়। তবে আমি এখন কোথায়(?) বাসার ছোট্ট খাটিয়া, শাটলের খাড়াখাড়া সিট আর ক্লাসরুমের লম্বালম্বা বেঞ্চি ছাড়া, অন্য কোথাও ঘুমোনোর অভ্যাস আমার নেই। কিন্তু আজকের চারপাশের পরিবেশ, কোনোটির সাথেই মিলছে না।

অবশেষে, টেবিলে ফেলে রাখা স্কুলব্যাগ আর ছড়ানো ছিটানো বইপত্র দেখে, খেই ফিরে পেলাম। আমি..

ক্যাটাগরি: মিনি কলাম,  সাহিত্য

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply