শুক্রবার সন্ধ্যা ৬:৫৪, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

তুমি জন্মেছিলে বলে…

বঙ্গদেশের তেরোশত নদী শুধায় আমারে, মানবিক- মানবতার এমন জননী তুমি কোথায় পেলে?

তুমি জন্মেছিলে তাই…

গ্রীষ্মের ঝাঁ ঝাঁ দুপুর, সবুজ ছায়া, বষার্র জলের কণা, রিমঝিম গুণগুণ মধুর গুঞ্জন, শরতের কাশফুল, হেমন্তের হিম হিম মৃদু কুয়াশা, উদাসী শীত আর ফাগুনের ফুল – মিশে আছে শান্ত-শীতল নদীর জলে।

তুমি জন্মেছিলে বলে হাজার নদ-নদী ঘেরা পাহাড়, হাটুরে মেঠো পথ আজ কবিতা হয়ে গেছে, হে প্রিয় মানবতার বঙ্গ জননী।

আঁকাবাঁকা ঝিড়ি পথের ধারে বসে শীতল জলে বনফুল ভাসায় পাহাড়ী কিশোরী মেয়ে, কিশোর বাঁশি বাজায় ধামাইল বোলে, মাদল তালে, শুধু তুমি জন্মে ছিলে বলে।

জড়তা ভাঙ্গা স্রোতস্বিনী শতনদী বাঁক পেড়িয়ে উজান থেকে ভাটির দিকে বয়ে চলছে অবিরাম, লোনা জলে, সাগর থেকে মহা সাগরে। শুধু তুমি জন্মেছিলে বলে।

বঙ্গদেশের তেরোশত নদী শুধায় আমারে, মানবিক- মানবতার এমন জননী তুমি কোথায় পেলে?

হে জননী আমার, তোমাকে জেনেছি নির্ভীক লাল-সবুজ ভালোবাসার নদীমাতৃক বাংলাদেশ বলে।

শুভ হোক জন্মদিন তোমার…

সুমন শামস: কেন্দ্রীয় সভাপ‌তি, নোঙর

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply