
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ সড়কদুর্ঘনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে এমপিকে বহনকারী গাড়িটি সড়কদুর্ঘনায় সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও তিনি অক্ষত আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শিউলি আজাদ লিখেন, ‘’আল্লাহর অশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন…।’’
পরে শিউলি আজাদ এমপি’র সাথে যোগাযোগ করা হলে দুুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]