বৃহস্পতিবার বিকাল ৩:৫৪, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা মে, ২০২৪ ইং

স্বামী স্ত্রী একে অপরকে রক্ত দেওয়া

৪৪৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রসঙ্গঃ বিবাহ ও স্বামী স্ত্রীকে রক্ত দেওয়া
প্রশ্নঃ
হযরত!
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
দুটি বিষয় জানার ছিল,
১. স্বামী স্ত্রীকে রক্ত দিতে পারবে কিনা?
২. পূর্বে রক্ত দেওয়া মেয়েকে রক্তদাতা বিয়ে করতে পারবে কিনা?
জানিয়ে বাধিত করবেন।

নিবেদক
আহমাদ আমীন।
সুনামগঞ্জ।
উত্তর

১. স্বামী স্ত্রী একে অপরকে রক্ত দিতে পারবে। বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবেনা।
কারন রক্তের আদান প্রদানের কারণে মাহরাম হয়না যাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ রাখা হারাম।

২. পূর্বে রক্ত দেওয়া মেয়েকে রক্তদাতা বিয়ে করতে পারবে।
কারণ রক্ত দেওয়ার কারণে মাহরাম হয়না যাকে বিয়ে করা শরীয়তে হারাম।
তথ্যসূত্র
………………..
১. সূরা মায়িদা- ৩
২. ফাতাওয়া হিন্দিয়াহ ৫.৩৫৫
৩. আল আশবাহ ওয়ান নাযায়ের ৩০৭-৮
৪. জাদীদ মাসাইল ১.২৬৩

উত্তর লিখনেঃ
আব্দুল্লাহ ইদরীস

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি