বুধবার ভোর ৫:২৬, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে মে, ২০২৪ ইং

কবিতা : বাবা

১৬০৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাবা মানে একটি বৃক্ষ,
ছায়াতলে নিরাপদ আশ্রয়।
বাবা মানে একটুকরো ছাঁদ,
মাথার উপর বিশাল আকাশ।
বাবা মানে সংসারের ঢাল,
বাবা মানে সংসার এর ভার বহন করা।

বাবা মানে সন্তানের সুখ-দুঃখের সাথী
বাবা মানে পাতলা পর্দার মতো পরিবারের সবাইকে ঘিরে রাখা।
বাবা মানে সারা জীবন বন্ধু হয়ে সন্তানের পাশে থাকা,
বাবা মানে একজন কাণ্ডারী,
সকল প্রতিকুলতায় লড়াই করতে শেখায় আঙ্গুল ধরে।

“সব সময় ভালো থাকুক
বাবা নামের এই মানুষটি”

অমিত হাসান অপু

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি