রবিবার দুপুর ২:৩৬, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে মে, ২০২৪ ইং

লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই: কোটি টাকার ক্ষয়ক্ষতি

৫০৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

দ্বীপ জেলা ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে উত্তর বাজারে কাঠ বাজার ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে মানুষ চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়ে।

তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা ও  থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত ছুটে আসে। সেই সাথে শত শত মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য। এদিকে পাশ্ববর্তী উপজেলা থেকেও ফায়ার সার্ভিস আসে। অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, ফার্মেসি, গোস্তের দোকানসহ ১০/১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ওপরে ক্ষতি হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস। এদিকে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি