রবিবার দুপুর ১:০১, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে মে, ২০২৪ ইং

বালিয়াডাঙ্গী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা

৪৬৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও দুওসুও ইউনিয়নে গত বুধবার অগ্নিকান্ডে ২০ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে রান্নাঘরের আগুন থেকে।

ঘটনাটি জানতে পেরে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বালিয়াডাংগী উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভানোর ইউনিয়নের ১৬টি পরিবার ও দুওসুও ইউনিয়নের ৪টি পরিবারগুলোর খোঁজ খবর নেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের প্রতিটি পরিবারকে ৩ বান করে মোট ৬০ বান ঢেউটিন ও ৯ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্হ পরিবারের সদস্যদের সমবেদনাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নুর কুতুবুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহি অফিসার খায়রুল আলম সুমন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন,দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি