শুক্রবার রাত ১০:৩২, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই মে, ২০২৪ ইং

জয়পুরহাটে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও তহবিল গঠন

৭৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রশাসন, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ দুপুরে জেলা প্রশাসন আয়োজিত ওই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সিভিল সার্জন ডা: সেলিম মিঞা, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যরা।


সভায়, করোনা ভাইরাস প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টিতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানানো হয়।


সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় ৩৫জন বিদেশ ফেরত ব্যক্তিসহ ৪২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা রোগীদের জন্য হাসপাতালগুলোতে প্রায় ৩শ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সেইসাথে এই রোগের চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জামাদি কেনার লক্ষে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এতে বিভিন্ন ব্যবসায়ী এবং সংগঠন নগদ অর্থ দেওয়ার অঙ্গিকার করেন।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি