বৃহস্পতিবার রাত ৮:৫০, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই মে, ২০২৪ ইং

কবিতা: করোনা আতঙ্ক- সুলতানা বেগম

৬৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনা আতঙ্ক

—— সুলতানা বেগম

করোনা আতঙ্কে আতঙ্কিত মানুষ
কি করে রক্ষা পাবে চিন্তায় বেহুশ
গজব বুঝি নেমে এলো এই দুনিয়ায়
এবার বুঝি বেঁচে থাকাই হবে দায়।

কার কবে মৃত্যু কে’তা জানে বলো?
তবে করোনা নিয়ে চিন্তা কেন কর?
রাখে আল্লাহ মারে কে?
মারে আল্লাহ রাখে কে?সকলেই জানো।

সাবধানের মার নেই সকলে জানি
চলো সকলে মিলে নিয়ম মেনে চলি
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ
করোনা থেকে বাঁচতে তাই মেনে চলো।

যুগে যুগে দুনিয়ায় গজব এসেছে কত
তারপরও মানুষ ছুটে চলেই অবিরত
জন্মিলে মরিতে হবে চির সত্য বানী
শক্ত হাতে করোনাকে চলো মোকাবিলা করি।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি