শুক্রবার বিকাল ৪:৫৮, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা মে, ২০২৪ ইং

সাজনের আর বিদেশে যাওয়া হলো না

৪৭৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত দু’টি অটোরিকসার মুখোমুুুখি সংঘর্ষে খুরশেদ আলম সাজন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।

বৃহস্পতিবার (৩০-০১-২০২০) সন্ধ্যার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকসার চালকের পাশে থাকা আরো এক যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খান রিয়াজ মাহমুদ জিকো তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে সাজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানান, নিহত সাজন বিদেশে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, পুলিশ একটি অটোরিকশা আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি