মঙ্গলবার সকাল ৭:০৪, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ. ৭ই মে, ২০২৪ ইং

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার জাতীয় পর্যায়ে ব্রোঞ্চ পদক প্রাপ্তি

৫১০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঢাকায় অনুষ্ঠিত শহীদ আহসানুল্লাহ মাস্টার জাতীয় উশু প্রতিযোগিতায় অংশগ্রহন করে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ব্র্যোঞ্চ পদক পেয়েছে।

শনিবার ঢাকায় শহীদ সোহরাওয়াদর্ী ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে খেলোয়াড় বাসুদেব এ পদক পায়।

প্রথম বারের মত ঠাকুরগাঁও জেলা উশু এসোসিয়েনের একটি টিম ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহন করলো।

প্রথববার অংশগ্রহন করেও ব্রোঞ্চ পদক প্রাপ্তিতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উশু এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান বাবু খেলোয়াড়দের প্রশংসা করেন। তিনি জানান, উশুর প্রতিযোগিরা অনেক কষ্ট করছে। তিনি তাদের সফলতা কামনা করেন। ঢাকায় পুরস্কার বিরতনী অনুষ্ঠানে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন ঠাকুরগাঁও টিমের সুনাম করেন।

এ সময় ঠাকুরগাঁও জেলা উশু এসোসিয়েশনের কোচ বাবুল আহম্মেদ রুবেল, টিম ম্যানেজার নুরুল্লাহ কামিল ও মহিলা জাজ আফসানা আক্তার রিতু উপস্থিত ছিলেন। উশুর খেলোয়াড়েরা আগামীতে জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন গেমস ও ওয়েল্পিকে অংশগ্রহনের প্রত্যয় ব্যক্ত করেন।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি