শুক্রবার বিকাল ৫:২৫, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

অকৃত্রিম পতিভক্তি!

৬৩১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আমাদের উপমহাদেশের মেয়েরা বংশ পরম্পরায় একটা কুসংস্কারকে সযত্নে লালন করে চলেছে| সেটা হলো, পরিবারের পুরুষ লোকেরা খাওয়ার আগে তারা খায় না| স্বামী–শ্বশুরের খাওয়ার আগে খেলে নাকি তাদের অমঙ্গল হয়| আর আয়ু কমে যায়! ইত্যাদি ইত্যাদি| আবহমানকাল ধরে গ্রামাঞ্চলের প্রতিটা পরিবারে এই চিত্র চিরচেনা|

একটা মেয়ে যখন নতুন বউ হয়ে কোন সংসারে আসে তখন সে ইচ্ছায় বা অনিচ্ছায় শ্বাশুড়িকে নকল করতে থাকে| কোন কোন পরিবারে তাকে এটা করতে বাধ্যও করা হয়|

নতুন বউ এসেই দেখে সারাদিন রান্নাঘরে কাটিয়ে খাবার পাকানোর পর শুরু হয় অপেক্ষার পালা| কখন উনারা আসবেন! একসময় তারা এসেও যায়| অতঃপর সব ভাল ভাল খাবারগুলি তাদের খাওয়ানোর পর নিজেদের জন্য তেমন কিছুই অবশিষ্ট থাকেনা| আমার মনে হয় না কোন পুরুষ জোরপূর্বক তার ঘরে এই প্রথা কয়েম করে।

কারন গ্রামের প্রতিটা ঘরে রেওয়াজ হলো আগে পুরুষরা খায়| তারপর মেয়েরা খায়| একই পরিবারে দুই জাতি আলাদা সময়ে খাওয়ার ফলে একটা গ্যাপ থেকে যায়, এই প্রচলন রোধ করতে পারলে কিছুটা হলেও উপকারে আসবে|

আমাদের মায়েদের দেখা দেখি ঘরের বৌ-ঝিরাও এসব রপ্ত করে ফেলেছে। আর এই অজ্ঞতা থেকে মুক্তিও দিতে পারে সেই পতিরাই| এটার জন্য একমাত্র দায়ী হলো অকৃত্রিম পতিভক্তি|

Some text

ক্যাটাগরি: চিন্তা, নাগরিক সাংবাদিকতা, নিয়ম-কানুন, প্রকৃতি ও পরিবেশ, সমকালীন ভাবনা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি