শনিবার বিকাল ৪:২৪, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই মে, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে আজ ৩ জনসহ করোনা ভাইরাস সংক্রমণ ম্যাপিং

৫৩৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২০৯ জনে।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ৩ জনই ঠাকুরগাঁও সদর উপজেলার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। আক্রান্তদের বয়স যথাক্রমে ৩৯, ৩৬ ও ২৬ বছর।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫২ জন, হরিপুর উপজেলায় ৩৫ জন, রাণীশংকৈল উপজেলায় ২৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪২ জন।

এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি