রবিবার সকাল ৮:২৫, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মুজিব-বর্ষ স্মরণে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুষ্প কানন কর্মসূচি

৯৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে জেলা শিল্পকলার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনকে উৎসর্গ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্প কানন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩আগস্ট) সকাল ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুষ্প কানন কর্মসূচির উদ্বোধনের আয়োজন করা হয়েছে। এ পুষ্প কানন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদেরকে সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে নিয়ে কৃষ্ণচূড়া, বেলি, টগর, কাঞ্চন ও জবাসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। পুষ্প কানন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক পার্থ সারথি দাস, কালচারাল অফিসার, সৈয়দ জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক, মুসা রাখাল।

এছাড়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালেহা খাতুন,প্রভাতী শাখার শিফট ইনচার্জ হাফেজ মোঃ রশিদ আলম, সহকারী শিক্ষক নুর ইসলাম, তাপস দেবনাথসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা শিল্পা শিল্পকলার সাধারণ সম্পাদক পার্থ সারথি দাস বলেন, বঙ্গবন্ধুর জীবন উৎসর্গে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার চত্বরে এ কর্মসূচি পালন করা হবে।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও থেকে

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি