বুধবার সকাল ১১:৫২, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

বিজয়ের মাসে শহীদদের স্মরণে দেয়ালিখার মোড়ক উন্মোচন

৮১৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
  • বিজয়ের মাসে শহীদদের স্মরণে দেয়ালিখার মোড়ক উন্মোচন।

আজ ২৩ ই ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময়  ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ভবনে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে বিজয়ের মাসে শহীদদের স্মরণে দেয়ালিখার মোড়ক উন্মোচন করা হয়েছ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিশিষ্ট সাংবাদিক সাবেক যুব প্রধান শাহজাহান সাজু। প্রধান আলোচক ছিলেন উপ যুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু,বিশেষ অতিথি ছিলেন উপ যুব প্রধান-২ প্রসন্ন দাস,প্রশিক্ষণ বিভাগীয় প্রধান তানভীর রশিদ,সক্রিয় যুব সদস্য সায়মন ওবায়েদ শাকিলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ উপ বিভাগীয় প্রধান ফাহিম মুনতাসির। বিজয়ের নিশান হাতে মানবতার সেবায় এক হাতে এই শ্লোগান উদ্দীপ্ত হয়ে বিজয়ের মাসে শহীদদের স্মরণে দেয়ালিখাটি সম্পাদনা করেন  সায়মন ওবায়েদ শাকিল,ফাহিম মুনতাসির সহযোগী ছিলেন ইশা ইসলাম,রুপম,শোয়েব আহমেদ শিশির,ইসরাত জাহান, মুজিবুর রহমান,সানাউল্লাহ মোস্তফা, বিশ্বজিৎ, সানিউর আকবর,তুহিন সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুলইসলাম,মুজিবুর রহমান,জুইদও,ফজলুল করীম,খোকণ মিয়া,নিহাল রায়,ইসরাত জাহান,রুবি আক্তার,সানিউর আকবর সহ আরও অনেক সক্রিয় যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান সাজু বলেন, দেয়ালিখার উদ্যোগটি আমার খুব পছন্দ হয়েছে।দেয়ালিখার সঙ্গে যারা জড়িত প্রত্যেককেই তিনি ধন্যবাদ জানান,এবং প্রতি মাসেই এই রকম উদ্যোগ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

সায়মন ওবায়েদ শাকিল।বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি