শুক্রবার সন্ধ্যা ৭:৪৯, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ক্রিকেট খেলতে গিয়ে বন্ধুর প্রাণ গেলো

৬৬৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পাবনা সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর ছুরিকাঘাতে হামিম হোসেন (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত আব্দুল ওয়াজেদ (১৮) নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হেমায়েতপুরের চর ঘোষপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত হামিম হোসেন চরঘোষপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ছুরিকাঘাতকারী বন্ধু অনিক হোসেন (২০) একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস জানান, সকালে বন্ধুরা গ্রামের পাশে স্লুইস গেট এলাকায় ক্রিকেট খেলার আয়োজন করে। দুপুরে বন্ধুরা মিলে ক্রিকেট খেলার জন্য মাঠে যাচ্ছিল। এ সময় অনিক হোসেনকে খেলায় নেয়া হবে না বলে জানায় অন্য বন্ধুরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনিক বাড়ি থেকে ছুরি নিয়ে তার বন্ধু হামিমকে আঘাত করে। এ সময় তাকে বাধা দিতে গেলে ওয়াজেদ নামের আরেক বন্ধুকেও ছুরিকাঘাত করে অনিক। স্থানীয়রা হামিম ও ওয়াজেদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওয়াজেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা থেকে : জুবায়ের হোসেন দুখু

Some text

ক্যাটাগরি: চিন্তা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি