শুক্রবার সন্ধ্যা ৬:৫৩, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

অশুদ্ধতার চাদর গায়ে বিশুদ্ধ পুরুষ

১১৪৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
আকাশটা ঘনকালো হয়ে রিমঝিম নূপুরের আওয়াজ তুলবার তোড়জোড়, বাতাসে কেমন একটা বৃষ্টি বৃষ্টি গন্ধ, বাইরে জ্যোৎস্নার আলো, জীবনটা আকাশের চরিত্রের মতো । আয়নার দিকে তাকিয়ে মনে হচ্ছে বয়স হয়েছে , যৌবনে সুদর্শন ছিলাম । চুল পেকেছে শনের মতো । আকাশে তখন গোল একখানা চাঁদ উঠে মানুষটাকে আরো বেশি নস্টালজিক করে দেবার জন্য । বিরহী বাতাস সাদাকালো দিনগুলোর কথা একের পর এক মনে করিয়ে দিতে থাকে ।
আগে বখাটে ছিলাম, দিনে জানালা দিয়ে দেখা কদম গাছে বসা কাকটা আমাকে ডাকে ভণ্ড। আমি মাইন্ড করিনা, বিব্রতও হই না ৷ সাপে কাটা রোগীর যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়,সম্ভবত নিজের স্বাদ এবং অনুভূতিও তেমনি করে নষ্ট হয়ে গেছে, আমার মতো ভণ্ডকে এতো মানুষের এতোটা ভালোবাসার কারণ কি কে জানে? বোধহয় আমার হাসিটা সহজ সরল- ভোলাআলা বিশুদ্ধ মিথ্যা কথা শুনে সবাই মায়া করে । বড় কৃতজ্ঞ করে দিচ্ছো গো । অশুদ্ধ পুরুষটাকে মায়ানন্দের ছলাকলায় বিশুদ্ধ বানিয়ে দিচ্ছো । নিখাদ একজন ভণ্ড, ফেসবুকে এসে মনে হয় ভালো হয়ে গেছি, বিশুদ্ধ ।

Some text

ক্যাটাগরি: মতামত, সাহিত্য

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি