মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নং কামারচাক ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস দায়িত্ববার বুঝিয়ে দেন।
এ সময় নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনান্যদের মধ্যে অলিলা গ্রুপের এমডি মোহাম্মদ জিল্লুর রহমানসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এ সময়ের অলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমাদের সবার স্বপ্ন কামারচাক হবে একটি মডেল ইউনিয়ন । সে লক্ষ্যে নবনির্বাচিত চেয়ারম্যান কাজ করবেন এটাই প্রত্যাশা। আমরা সবাই চেয়ারম্যানকে সহযোগিতা করে যাব এলাকার স্বার্থে।
চেয়ারম্যান আতাউর রহমান জানান, মানুষের সেবা পাওয়ার যে অধিকার তা বাস্তবায়ন করব সেই সাথে নিজের কিছু পরিকল্পনা আছে তাও বাস্তবায়নে কাজ করে যাব।
সেই সাথে যার দয়ায় আজ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলাম , আমাদের সবার আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের সুযোহ সুবিধা সে উন্নয়নের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কাজ করে যাব।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]