শুক্রবার বিকাল ৪:২২, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার; পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

৪৬৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানাধীন এলাকার খড়িবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম মামুন ইসলাম (২১)। সে সদর উপজেলার রুহিয়া থানাধীন এলাকার খড়িবাড়ি গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার স্থানীয় একটি আমবাগানে খেলতে যায় শিশুটি। সেখানেই শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে মামুন।এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এসে মামুনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন মামুনকে পুলিশের হাতে তুলে দেয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, মুঠোফোনে স্থানীয় একজনের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি