শনিবার সকাল ১০:৩৩, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

চলছে স্কুল খোলার প্রস্তুতি, উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক

১১৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে স্কুল খোলার প্রস্তুতি। চলছে ধোয়া-মোছার কাজ। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টিতে বেশি জোর দেয়া হচ্ছে।

আর মাত্র ক’দিন পরেই খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই তো প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্নের কাজ চলছে জোরেশোরেই। স্কুল প্রাঙ্গণ, বারান্দা, শ্রেণি কক্ষে ঝাড়ু দেয়ার পাশাপাশি চলছে চেয়ার-টেবিল পরিষ্কারের কাজ। আরো কিছু দিন বাকি থাকলেও শিক্ষকরা এখন থেকেই উপস্থিত থাকছেন প্রতিষ্ঠানে।

প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সরকার যে ১৯ দফা নির্দেশনা দিয়েছেন, তা নিশ্চিত করা হচ্ছে। গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে খুলছে ১২ সেপ্টেম্বর থেকে।

তবে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ্বাস জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকগণ। তারা সবাই আছেন স্কুল খোলার অপেক্ষায়।

শেখ মো: ইব্রাহীম: সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি