শুক্রবার দুপুর ২:৪৯, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

৩২৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সারা দেশে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। “ধমর্ীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই\ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানে বুধবার শহরের চৌরাস্তায় এ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, পৌর শাখার সভাপতি ডা:শুকদেব চন্দ্র দাস, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায়,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার সম্পাদক সুমন কুমার ঘোষ, শিক্ষাথর্ী ঐক্য পরিষদের আহবায়ক প্রান্ত কুমার দাস,
বিদ্যাতি সংসদের উপদেষ্টা নিলয় পাল প্রমুখ।

বক্তারা খুলনার রুপসার শিয়ালি গ্রামের হিন্দু পাড়া, পটুয়াখালী কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসী পল্লীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদাকি হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি