শনিবার বিকাল ৪:০০, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

৩৮০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অ্যান্টিজেন পরীক্ষায় তার ‌‘পজিটিভ’ রিপোর্ট এসেছে।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানান, ‘গত ১৪ দিন আগে থেকে জেলা প্রশাসকের স্ত্রী-সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। ১৪ দিন অতিবাহিত হওয়ায় আজ (মঙ্গলবার) স্যারসহ তারা অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে স্যারের সহধর্মিণী ও ছেলের ‘নেগেটিভ’ ফলাফল আসে। তবে স্যারের ‘পজিটিভ’ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৩৬ জন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি