বৃহস্পতিবার বিকাল ৩:১১, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জয়ের জন্মদিন উপলক্ষে যুবলীগের রান্না করার খাবার ও মাস্ক বিতরণ

৩৩০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র
সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের
মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের আর্ট গ্যালারীতে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহবানে ঠাকুরগাঁও জেলা
যুবলীগের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ সভাপতি অভিজিত রায় রিংকু, আব্দুস শহিদ বাবু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রতন, উপ প্রচার সম্পাদক অনিরুদ্ধ গুহ ঠাকুরতা,সদর
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। এ সময় ওই এলাকার দেড় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা, পৌর, সদর উপজেলা যুবলীগ, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, করোনা মোকাবেলায় যুবলীগ অসহায় ও দুস্থদের পাশে ছিল, আছে এবং থাকবে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আজ আর্টগ্যালারীর
বুথ থেকে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে শহরের আরও বেশ কয়েকটি পয়েন্ট থেকে পরবর্তীতে বেশ কিছুদিন এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি