সোমবার রাত ২:০৫, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন বাজার পরিদর্শন

৩৮৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে
সরকারি বিধিনিষেধ প্রতিপালনের বিষয়টি মনিটরিং করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় সোমবার পৌর শহরের বিভিন্ন স্থান, সদর উপজেলার গড়েয়া বাজার ও ভুল্লি বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো:মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। এ সময় পৌরসভার বিভিন্নস্থান, সদর উপজেলার ভুল্লি বাজার ও গড়েয়া বাজারে করোনা মোকাবেলায় সরকারি বিধিনিষেধ প্রতিপালনের বিষয়টি তদারকি করেন তারা। গড়েয়া বাজারে সরকারি নির্দেশ অমান্য
করে ব্যবসা পরিচালনা করায় কয়েকজন ব্যবসায়িকে আর্থিক জরিমানা করা হয় এবং কাঁচা বাজার স্থানান্তর করে গড়েয়া ফুটবল মাঠে সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়।

অন্যদিকে সদর উপজেলার বড় খোচাবাড়ী, ছোট খোচাবাড়ী হাট, দানারহাট, শিবগঞ্জ বাজারে বিধি নিষেধ প্রতিপালনের বিষয়টি মনিটরিং করেন সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজন বাড়ি থেকে বের হওয়া, জরুরি সেবা ব্যতীত দোকানপাঠ
খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হওয়ার কারনে অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও সদর উপজেলার গড়েয়া হাট, তুরুকপোথা বাজার, ভুল্লি বাজার সহ বিভিন্ন স্থানে করোনাকালীন বিধিনিষেধ প্রতিপালনের বিষয়টি মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। এসব স্থানে বিধিনিষেধ অমান্য করে হোটেলে ক্রেতা বসিয়ে খাবার পরিবেশনের দায়ে একজন হোটেল মালিককে অর্থদন্ড প্রদান করা হয়। জরুরী সেবা ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় আরও একজনকে অর্থদন্ড প্রদান করেন তিনি।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি