শনিবার সকাল ১১:৫৮, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ সুপারের লিফলেট বিতরণ

২৯৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের
সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরই ধারবাহিকতায় পৌর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ
জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার বিকেলে করোনা মোকাবেলায় বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন তিনি।
এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও রোডে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মাস্ক বিতরণ করেন তিনি।

এসময় বিভিন্ন দোকানপাট, পথচারী ও শ্রমিকদের আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি সকলকে মাস্ক পড়ার কথা বলেন এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিজের কাজ পরিচালনা করতে বলেন। পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা প্রতিরোধে সচেতন হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।

ঠাকুরগাঁওয়ের মানুষকে করোনা থেকে যতটা সম্ভব নিরাপদে রাখা যায় জেলা পুলিশ সে লক্ষ্যে কাজ করছে। করোনা শুরু থেকে এ জাতীয় কাজগুলি চলছে এবং এটি চলমান থাকবে। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি