শনিবার দুপুর ২:৫৭, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

মাদ‌কের বিরু‌দ্ধে সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা

৫২৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

‘মাদককে না বলুন’-এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের নতুন হাবলী গ্রামের বালুর মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাদ্যের তালে তালে নেচে নেচে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। এরই মধ্যে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। উপজেলার স্বল্প নোয়াগাঁও, টিঘর, বিশুতারা, নতুন হাবলী, গলানিয়া, নরসিংহপুর, মোগলটুলা, চানমনিপাড়া সহ বিভিন্ন গ্রামের ৮টি দল অংশ গ্রহণ করেন।

এ সময় সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, শেখ আবুল কালাম, মোঃ আবুল কাশেম, ইউসুফ মিয়া, ওমর আলী, শওকত আলী এবং আসাদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ লাঠি খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। লাঠি খেলা দেখতে আসেন নানা বয়সের শত শত নারী-পুরুষ।

শেখ মোঃ ইব্রাহীম: সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি