মঙ্গলবার রাত ১২:৪৭, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণ সহায়তা

৪০৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ভাচুর্য়াল প্লাটফর্ম জুম এর মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, ঠাকুরগাঁও জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব শরিফা খান, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন প্রমুখ।
একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাও ভাচুর্য়াল প্লাটফর্ম জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনের কর্মসূচি হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ( ৬ মে) জাতীয় হেল্প লাইন ৩৩৩ এর মাধ্যমে প্রাপ্ত নামের তালিকা হতে করোনা মহামারী ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সহায়তা প্রদান করেন মানবিক জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি