রবিবার সকাল ৯:০৭, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই: অগ্নিদগ্ধে ৩ গরুর মৃত্যু

৪৩৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইলে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। একই সাথে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৩টি গরু। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর মুসলিমপাড়ার টুনু মিয়ার বসতঘরে বৃহস্পতিবার রাত ২টার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহজাদাপুর গ্রামের টুনু মিয়ার বসতঘরে মশা তাড়ানোর কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় টুনু মিয়ার পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা চালান। এক পর্যায়ে আগুনের লেলিখান শিখা টুনু মিয়ার দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে বাহিরে বের হয়ে আসলেও পার্শ্ববর্তী গোয়ালঘরে ৩টি গরু আটকা পড়ে যায়। অগ্নিকাণ্ড চলাকালীন বাড়ির পার্শ্বে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে নেওয়া বসতঘরটিতে বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ চালু ছিল। এ সময় ভয়ে উপস্থিত কেউই ঘরে প্রবেশ করতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়ে বলে স্থানীয় লোকজনের ধারণা।

উপজেলা সদরের সাথে শাহজাদাপুর গ্রাম পর্যন্ত সড়ক যোগাযোগ থাকলেও শাহজাদাপুর গ্রামের পার্শ্ববর্তী খালের উপর ব্রিজ না থাকায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়া সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্র জানায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তৎক্ষনাৎ দু’টি বসত ঘর পুড়ে ছায় হয়ে যায়। এ সময় ঘরে থাকা ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া ঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পুড়ে ছায় হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটির ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা।

শেখ মোঃ ইব্রাহীম:সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি