শনিবার দুপুর ১২:০২, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করার দাবিতে মানববন্ধন

৪৩১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ও পাকিস্তানকে রাষ্ট্রিয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিতে মানববন্ধন পালন করা হয়। বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

ওয়ান বাংলাদেশ নামক সংগঠনের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী হুসাইন, সাধারণ সম্পাদক হাসান তারেক সজীব, কোষাধ্যক্ষ ফরিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক তৌফিকুর ইসলাম মেলু, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,২৫ মার্চ রাতেই বাংলাদেশে প্রায় ১ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল যা গণহত্যার ইতিহাসে জঘন্যতম ভয়াবহ ঘটনা। সেই বেদনাদায়ক হত্যাকাণ্ডের ঘটনা বিশ্ববাসীর জানা। সকল শর্ত মতে এ ধরনের গণহত্যা একটি আন্তর্জাতিক অপরাধও বটে।

তাই বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে গঠিত ওয়ান বাংলাদেশ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি ও পাকিস্তানকে এই হত্যাকান্ড স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান বক্তারা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি