শুক্রবার বিকাল ৫:১৬, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিল লিমিটেডের ১ম বর্ষপূর্তি

৫১৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে উত্তর জনপদের সুপ্রিয় জুট মিল লিমিটেডের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১মার্চ) সন্ধ্যায় সুপ্রিয় গ্রুপের আয়োজনে জুট মিল প্রাঙ্গণে সুপ্রিয় জুট মিল লিমিটেডের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সুপ্রিয় জুট মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ বাবলুর রহমান (বাবলু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য জয় চৌধুরী প্রমুখ।


এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের মর্যাদা উল্লেখ পূর্বক বক্তব্য পেশ করেন, গোয়ালপাড়া দারুস সালাম কাওমী মাদরাসার আমীরে মজলিসে শুরা আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ,দারুস সালাম কাওমী মাদরাসার শিক্ষক, গোয়ালপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ এমদাদুল হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, সুপ্রিয় জুট মিল লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন, গোয়ালপাড়া দারুস সালাম কাওমী মাদরাসার আমীরে মজলিসে শুরা আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ।

পরে অতিথি বৃন্দের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে লটারির মাধ্যমে বিজয়ী ৫ জনকে পুরুষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, সুপ্রিয় জুট মিল লিমিটেডের অন্যতম সদস্য মেহেদী হাসান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুপ্রিয় জুট মিল লিমিটেডের ডিরেক্টর মোঃ তরিকুল ইসলাম,মোঃ নাসিরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন,রাজিউর রহমানসহ মিলের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি