শুক্রবার বিকাল ৫:১৯, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কবিতা: নিদারুণ শীত

৪২১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মোঃ মতিউর রহমান

আহা! শীত, শীত, শীত

কী নিদারুণ শীত!
কারো সুখ, শখের পোশাক
গরম লেপ, কাঁথা গায়ে জড়িয়ে।
কারো কষ্ট, নষ্ট ঘুমের স্বপন
খোলা গগনের নীচে গা ছড়িয়ে।

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত!
কারো উৎসব, পিঠা, পায়েস
আয়েশ, রসনায় স্বাদ আস্বাদন।
কারো হা-ভাত, যায় দিন রাত
অনাহারে, নগ্নদেহে শীত অবগাহন।

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত!
কুহেলী চাদরে, উষ্ণতার আদরে
কারো ভাঙ্গে না অলসতার ঘুম।
কারো চোখের পাতা, লেখে
কল্পকথা, রাতের সাথে চাঁদ নির্ঘুম।

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত!
বিত্তের বিলাসিতা আর ভুরিভোজ
তেলে মাথায় তেল পেয়ে সন্তোষ।
দুস্থ ও দীনহীনের বড় হাহাকার
ঘুমায় মানবতা, শীতও নির্বিকার।

আহা! শীত, শীত, শীত
কী নিদারুণ শীত!
হিমেল হাওয়া বয় শিরশিরিয়ে
বৃক্ষের বৃথা বুকে সব পাতা ঝরিয়ে।
হলুদ সরষে সাগর মাঠ আর মাঠ
শীত তো সবার তরে যেবা দিন রাত।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি