রবিবার সকাল ৭:১১, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই অক্টোবর, ২০২৪ ইং

শি‌ক্ষিত-ভদ্র তরুণ‌দের সুইসাইড বে‌ড়ে‌ছে

৪৪৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গত কয়েকদিন আগে আমার খুব পরিচিত, শিক্ষিত, ভদ্র একজন মানুষ সুইসাইড করেন। 2/3 দিন আগে আরেক পরিচিত পোস্ট করলেন যে উনার কলেজের স্যার সুইসাইড করেন। আজকে আমার আরেক জন ফ্রেন্ড সুইসাইড করেন।

সুইসাইডের হার দিনকে দিন বেড়েই চলেছে ভয়ানক ভাবে। আমি মনে করি সরকারি/বেসরকারি উদ্যোগে এমন একটি টিম তৈরি করা প্রয়োজন, যাদের কাজ হবে সুইসাইডের দিকে চলে যাওয়া যে কেউ তাদেরকে ইনফর্ম করলে, উক্ত টিম তাকে মানসিক চিকিৎসার মাধ্যমে আবার একজন সুনাগরিক হিসেবে তৈরি করতে সব রকম সহায়তা করবে।

প্রতিটি মা বাবারও অনেক দায়িত্ব্য থাকে সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার, কিন্তু আমাদের আজকের সমাজ এই দিক থেকে এতটাই বে-খবর যে খুন, ধর্ষণ, সুইসাইড… আল্লাহ, আমাদেরকে রক্ষ করো, সঠিক বুঝ দান করো, সবচাইতে বড় কথা, আমাদেরকে চিন্তাশীল করো।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি