বৃহস্পতিবার বিকাল ৩:১৯, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত

৪৫২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোঃ হাকিম মিয়া (২৪) নামে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাকিম সদর উপজেলার মুজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার মোঃ মনু মিয়ার ছেলে।

পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থেকে পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি পূর্ব পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে পিকআপটি ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যান চালক হাকিম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হাকিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক হাকিমকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে

শেখ মোঃ ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি