শুক্রবার দুপুর ২:০৮, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং

নতুন ইউনিয়ন ঘোষণা হওয়ায় ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা

৫২২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়াকে নতুন ইউনিয়ন ঘোষণা করায় গত শনিবার বিকেলে স্থানীয় খারুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলা দেখতে আসা দর্শনার্থেিদর ভিড়ে ২২ নম্বর নতুন সেনুয়া ইউনিয়ন এক মিলনমেলায় পরিণত হয়। দিনাজপুর, বগুড়া, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁওসহ প্রায় ২০টি জেলার ঘোড় সওয়ারীরা এতে অংশ নেয়।

প্রতিযোগীতা দেখতে আসা রেজওয়ানুল হক জানান, ‘ঘোড়দৌড় খেলা শুধু বাপ-দাদার কাছে গল্প শুনি কখনো চোখে দেখিনি। ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন ইউনিয়ন হওয়া এই খেলার আয়োজন করেছেন এখানকার স্থানীয় যুবকরা। তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবেল সিংয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ৪ বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত সিংহ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি