বৃহস্পতিবার বিকাল ৪:১২, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিল

৪৬২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
রোববার বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মেয়র পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেন আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বন্যা, বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়াও স্বতন্ত্র হিসেবে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,যুব মহিলালীগের সভাপতি অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সফল সাবেক মেয়র আলহাজ্ব বাবলুর রহমান বাবুলও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় তিনি আবারও কাউন্সিলর হতে চলেছেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি