শনিবার বিকাল ৫:০৭, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

সোনার বাংলাদেশ (কবিতা)

৪৩৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নদীর তীরে পাল তুলা এক
ডাকছে নায়ের মাঝি
বাংলা মায়ের ওপার দেখো
রূপের সাজে সাজি—

ডাকছে তোমায় হাতছানিতে
সবুজ শাড়ি গায়ে
হাতে, কানে  ফুলের শাঁখা
রঙিন নুপুর পায়ে।

বলছে তোমায় সোনার মানিক
দেখরে রূপের দেহ
সোহাগ ভরা মনটা আমার
আয়রে দিবো স্নেহ।

দেখলে সবার নয়ন জুড়ায়
মনটা থাকে ফ্রেশ
সেই তো আমি তোমার প্রিয়
সোনার বাংলাদেশ।

লেখক: আব্দুল কাইয়ুম হাফিজ

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি