শুক্রবার বিকাল ৫:৫০, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

‘জীবনচরিত’ গ্রন্থের মোড়ক উন্মোচন

৪৪৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

দেশের প্রখ্যাত আলেমেদ্বীন, সিলেটের সর্বজনস্বীকৃত মুফতী, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. মাদরাসার স্বনামধন্য মুহতামিম, ফকিহে মিল্লাত মুফতী আবুল কালাম যাকারিয়া রহ.-এর বর্ণাঢ্য জীবন নিয়ে রচিত ‘জীবনচরিত’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) দুপুর ২টায় জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার কনফারেন্স হলে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

জামেয়া ক্বাসিমুল উলূমের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস শায়খ মুহিব্বুল হক গাছবাড়ির তত্ত্ববধানে, মুফতী আবুল খায়ের বিথঙ্গলীর সম্পাদনায় গ্রন্থটি সংকলন করেন জামেয়ার প্রাক্তন ছাত্র মুফতী আলী আহমদ। বিথঙ্গলীর সম্পাদনায় গ্রন্থটি সংকলন করেন জামেয়ার প্রাক্তন ছাত্র মুফতী আলী আহমদ।

জামেয়া দরগাহর মুহাদ্দিস মাওলানা জুনাইদ কিয়ামপুরীর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষাসচিব মাওলানা মুফতী আতাউল হক জালালাবাদী, জামেয়ার সহকারী মুহতামিম হাফিজ মাওলানা আছাদ উদ্দীন রানাপিঙ্গী, জামেয়ার সহকারী শিক্ষাসচিব মুফতী আবুল খায়ের বিথঙ্গলী, জীবনচরিত গ্রন্থের সংকলক মুফতি আলী আহমদ, মুফতী আবুল কালাম যাকারিয়া রহ.-এর ছোটভাই প্রফেসর দিলাওয়ার হুসাইন, মাওলানা রামাদ্বান হোসাইন, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা মুযাক্কির হুসাইন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়ার সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুফতী আবুল কালামা যাকারিয়া রহ. এমন এক বিদগ্ধ আলেম ছিলেন ইলমে ওহীর প্রত্যেকটি শাস্ত্রে তাঁর ছিলো সমান পান্ডিত্য।অনুষ্ঠানের শেষে মাদরাসার প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ আকবর আলী রহ., মুফতী আবুল কালাম যাকারিয়া রহ.-সহ প্রয়াত শিক্ষকবৃন্দের মাগফিরাত কামনা করে দোআ পরিচালনা করেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুর নূর সদরঘাটী হুজুর।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি