শুক্রবার বিকাল ৪:১৮, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪০২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল দশটায় বঙ্গবন্ধু স্কয়ারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনের কর্মসূচী উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হালদারপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডঃ শাহানূর ইসলাম। সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস।

দিনের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহসান উল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, মোহাম্মদ মোস্তাক আহম্মেদ ভূঞা, রাকিব আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক রিটন রায়, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, প্রচার সম্পাদক এ্যাডঃ এনামুল হক কাজল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ ও কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের অনেক আন্দোলনে যুবলীগের নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তিনি অতীতের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গঠনে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে জেলা যুবলীগের নেতৃবৃন্দকে নিজেদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি