শনিবার সকাল ১১:২১, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

৫১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় ৩টি মনিটরিং টিমের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনের আয়োজন করা হয়েছে।

শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এর নেতৃত্বে গঠিত ৩টি মনিটরিং টিম সদর উপজেলা সহ জেলার ৫ টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। এ পূজা সুষ্ঠু ভাবে উদযাপন উপলক্ষে পৌরসভার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ডপ কমিটির সদস্যদের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক।

এসময় স্বাস্থ্য বিধি মেনে সকল পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সেই সাথে পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

শুভেচ্ছা বিনিময় কালে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনসহ মনিটরিং টিমের সদস্য বৃন্দ। এছাড়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি